মার্কেটিং টুলসঃ ডিজিটাল মার্কেটিং টুলস এবং সার্ভিসেস
কোর্সটি করলে আপনি যা শিখতে পারবেন
ডিজিটাল মার্কেটিং এখনকার সময়ের জন্য বেশ কার্যকরী একটা পদ্ধতি। আপনি যদি আপনার ব্যান্ডকে প্রমোট করতে চান তাহলে অবশ্যই ডিজিটাল মার্কেটিং এ আপনাকে আসতেই হবে। আর জন্য আমাদের দরকার পরে ভিবিন্ন টুলস।
সব গুলা গুরুত্বপুর্ন এবং কাজের ডিজিটাল মার্কেটিং টূলস এবং সার্ভিসেস এর ডিটেইলস নিয়েই আমাদের এই কোর্স। এই কোর্সের মাধ্যমে আমি বিস্তারিত এসব টুলস নিয়ে আলোচনা করেছি।
কোর্স আউটলাইন :
ডিজিটাল মার্কেটিং এর ভিত্তি:
- ডিজিটাল মার্কেটিং এর গুরুত্বপূর্ন জায়গা।
- সঠিক মার্কেটিং টুলস নির্বাচন করা।
সোশ্যাল মিড়িয়া মার্কেটিংঃ প্লাটফর্ম, টুলস এবং স্ট্র্যাটেজি
- অর্গানিক সোশ্যাল মিড়িয়া মার্কেটিং প্লাটফর্ম।
- সোশ্যাল মিড়িয়াতে কন্টেন্ট প্রোমোট করা।
- সোশ্যাল মিড়িয়ায় অটোমেশনের জন্য টুলস
ডিজিটাল এডভার্টাইজিংঃ টপ টুলস এবং প্লাটফর্মস
- ডিজিটাল এডভার্টাইজিং এর ভিবিন্ন পদ্ধতি।
- ডিসপ্লে এডভার্টাইজিং এর প্লাটফর্ম এবং টুলস
- বিড ম্যানেজমেন্ট প্লাটফর্ম এবং টুলস
- সার্চ ইঞ্জিন মার্কেটিং টুলস
- ভিড়িও এডভার্টাইজিং এর প্লাটফর্ম এবং টুলস
- মোবাইল এডভার্টাইজিং এর প্লাটফর্ম এবং টুলস।
কন্টেন্ট ক্রিয়েশন, কুরাশন, কলাবোরেশনের জন্য টপ টুলস
- ডিজিটাল মার্কেটিং এর জন্য কন্টেন্ট ডিজাইন টুলস
- ডিজিটাল মার্কেটিং এর জন্য কন্টেন্ট কুরাশন টুলস
- ডিজিটাল মার্কেটিং এর জন্য টীম কলাবরেশন টুলস
ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনে এনালাইটিক্স এবং এস ই ও
- ওয়েবসাইট এনালাইটিক্স টুলস
- ওয়েবসাইট ইউজার এক্সপেরিয়েন্স টুলস
- ফ্রি এস ই ও টুলস এবং টেকনিক্স
- পেইড এস ই ও টুলস
ইমেইল মার্কেটিং টুলস
- ইমেইল মার্কেটিং এর সমাধান বেচে নেয়া।
- টপ ইমেইল মার্কেটিং টুলস
শেষ ক্লাসঃ
- ডিজিটাল মার্কেটিং এর জন্য রিকমেন্ডেড
- ডিজিটাল মার্কেটিং এর জগতে লেগে থাকা।
কেন স্পেশাল
বহুব্রীহির ক্যারিয়ার ট্র্যাক প্রোগ্রাম এতো স্পেশাল কেনো?
কিছু ‘অস্বাভাবিক’ সুবিধার জন্য এটি স্পেশাল – যেগুলো রেগুলার অনলাইন বা অফলাইন কোর্সে এতো ডেডিকেটেডভাবে দেয়া সম্ভব হয় না। এসব সুবিধা নিশ্চিত করতেই মূলত আমরা এই ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার ট্র্যাক চালু করেছি!
লাইভ মেন্টর সাপোর্ট
একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সপ্তাহের ৬ দিন একটি নির্দিষ্ট সময়ের জন্য (দিনে চার ঘণ্টা করে) অনলাইনে থাকবেন আপনার বিভিন্ন সমস্যা ও প্রশ্নের উত্তর দেয়ার জন্য। এই নির্ধারিত Support Hour এর মধ্যে ডিসকাশন ফোরামে পোস্ট করলে সাথে সাথেই সাপোর্ট পেয়ে যাবেন। আর এই সময়ের বাইরে পোস্ট করলে, মেন্টর পরবর্তী দিনের Support Hour এ এসে রিপ্লাই দিবেন।
৭টি প্রজেক্ট
হ্যা, শুনতে বাড়াবাড়ি মনে হলেও আমরা পুরো প্রোগ্রামে মোট ৭টি প্রজেক্টই করে দেখাবো। এগুলোর কিছু কিছু প্রজেক্ট কনসেপ্ট বুঝাতে বুঝাতেই ডেভেলপ করা হবে, আর বাকিগুলো কনসেপ্ট বুঝানোর পর Capstone Projects হিসেবে করে দেখানো হবে। সোর্স কোডগুলো আপনাদের দিয়ে দেয়া হবে যাতে সেগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারেন। এই প্রজেক্টগুলোতে এমনসব ফীচার করে দেখানো হয়েছে, যা প্র্যাকটিস করলে যেকোনো ধরনের ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট এর কাজ শুরু করার সাহস পেয়ে যাবেন!
ম্যানুয়াল প্রজেক্ট রিভিউ ও পার্সোনাল ফীডব্যাক
পুরো প্রোগ্রামে মোট ৭টি প্রজেক্ট তো আমরা করে দেখাবো; কিন্তু এর বাইরে আরও ৭টি প্রজেক্ট আপনাকে কমপ্লিট করতে হবে; কমপ্লিট করে সেই প্রজেক্টগুলো এসাইনমেন্ট হিসেবে সাবমিট করতে হবে। চার মাসের মধ্যে এই এসাইনমেন্টগুলো সাবমিট করলে প্রতিটি এসাইনমেন্ট আমরা ম্যানুয়ালি রিভিউ করবো, প্রতিটির জন্যেই ইমেইলের মাধ্যমে পার্সোনাল ফীডব্যাক জানিয়ে দিবো। রিভিউ এর পর Passing Score তুলতে পারলে প্রতিটি এসাইনমেন্টের জন্য আলাদা সার্টিফিকেট পাবেন। অর্থাৎ ৭টি এসাইনমেন্টে পাশ করতে করতে ৭টি সার্টিফিকেট অর্জন করে ফেলবেন! এছাড়া কনসেপ্ট যাচাই করে নেয়ার জন্য প্রতিটি লেসনের শেষে কুইজ তো থাকবেই। এই কুইজ এবং এসাইনমেন্টের আলাদা আলাদা স্কোরগুলো কোর্সের শেষের ফাইনাল রেজাল্টে একত্রে প্রতিফলিত হবে।
প্রজেক্ট ও অ্যাসাইনমেন্ট
কী কী প্রজেক্ট ও অ্যাসাইনমেন্ট করা হবে এই প্রোগ্রামে?
৭টি প্রজেক্ট আমরা কোর্সের ভিতর করে দেখাবো; এবং কাছাকাছি ধরনের আরও ৭টি প্রজেক্ট আপনাদেরকে এসাইনমেন্ট হিসেবে সাবমিট করতে হবে, যেগুলো আপনারা নিজেরা ডেভেলপ করবেন। সেই এসাইনমেন্টগুলো আমরা রিভিউ করে স্কোর করবো এবং প্রয়োজনমত ফীডব্যাক দিবো!
JavaScript এ ৩ টি প্রজেক্ট ও ৩ টি অ্যাসাইনমেন্ট
Book List Project
Shopping Cart
Task List Project
Expression Validation App
ক্যারিয়ার ট্র্যাকের শিক্ষার্থীরা কী বলছেন?
Eat imagine you chiefly few end ferrars compass. Be visitor females am ferrars inquiry. Latter law remark two lively thrown. Spot set they know rest its.
Eat imagine you chiefly few end ferrars compass. Be visitor females am ferrars inquiry. Latter law remark two lively thrown. Spot set they know rest its.
আপনি যার কাছ থেকে শিখবেন
Kimora Davila
Instructor
Software Developer at Markopolo.ai, having more than three years of experience in full-stack web development. He is the author of some of the top-rated programming & web development courses on Bohubrihi.
Frequently Answered Questions
মূল প্রোগ্রাম চার মাসের। অর্থাৎ প্রজেক্ট রিভিউ, মেন্টর সাপোর্ট, প্রজেক্ট সাবমিশন, সার্টিফিকেট, ক্যারিয়ার গাইডলাইন, ইন্টার্নশিপ সম্ভাবনা – এই ফীচারগুলো থাকবে প্রথম চার মাস।
তবে কোর্স কন্টেন্টগুলো (ভিডিও, কোড, কুইজ) আপনার একাউন্টে ২ বছর পর্যন্ত থাকবে; যাতে প্রয়োজনমত শেখা এবং প্র্যাকটিস করা চালু রাখতে পারেন।
এটি তো আসলে ব্যক্তিবিশেষে আলাদা – কারও কম সময় লাগবে, কারও বেশি সময় লাগবে!
তবে আশা করা যায়ঃ প্রতি সপ্তাহে গড়ে ১৫-২০ ঘণ্টা করে সময় দিলে আপনি চার মাসের মধ্যে পুরো সিলেবাস শিখে এবং প্রজেক্ট সাবমিট করে শেষ করতে পারবেন।
যাতে ক্যারিয়ার ট্র্যাকের পার্টিসিপেন্টরা যথেষ্ট এফোর্ট দিয়ে কাজগুলো শিখে ফেলেন চার মাসের মধ্যে। আর কনটেন্ট ২ বছরের বেশি না কারণ এগুলো শিখতে এমনিও ২ বছরের বেশি সময় লাগা উচিৎ না।
এই ট্র্যাকের প্রতিটি কোর্স আলাদা আলাদাভাবেও বিক্রি করবো আমরা, সেগুলোয় লাইফটাইম এক্সেস এবং ডিসকাশন ফোরামের সাপোর্ট পাওয়া যাবে। কাজেই যদি বেশিদিন এক্সেসে ও সাপোর্টের দরকার হয়, তাহলে আলাদাভাবে ওগুলো কিনতে পারেন।
কিন্তু ক্যারিয়ার ট্র্যাক প্রোগ্রামে আমরা এমন পার্টিসিপেন্টদের চাইছি যারা নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ এফোর্ট দিয়ে কাজগুলো শিখে ফেলতে চাইবেন; এজন্য সময় বেঁধে দিয়েছি!